1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : muzahid : muzahid
  4. [email protected] : nayan : nayan
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন

আজ ও উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন

  • আপডেট সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৬৪৭ বার দেখা হয়েছে
A-DSE-CSE

রবিবারের মতো সোমবারও (২৭ জুলাই) উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিন উভয় পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। তবে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৪৫.৩৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৯৯ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩.২০ পয়েন্ট এবং সিডিএসইটি ২.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৬৫.৯৫ পয়েন্টে, ১৪০০.৮৮ পয়েন্টে এবং ৮২১.৮৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৪৩৭ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬৫ কোটি ৬৩ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৩৭১ কোটি ৫৫ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৭টির বা ৩৪.০১ শতাংশের, শেয়ার দর কমেছে ৬৭টির বা ১৯.৪৭ শতাংশের এবং ১৬০টির বা ৪৬.৫১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫১.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৮০১.৫০ পয়েন্টে। সিএসইতে আজ ২২২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭২টির দর বেড়েছে, কমেছে ৪৪টির আর ১০৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ