1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
সোমবার, ১২ মে ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন

পদ্মা-এক্সিম একীভূত: এক্সিমের শেয়ারদর নামল ফেসভ্যালুর নিচে

  • আপডেট সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

শরিয়াহভিত্তিক এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে ধুঁকতে থাকা পদ্মা ব্যাংক। একীভূত হতে সোমবার (১৮ মার্চ) ব্যাংক দুটির মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। নীতি নির্ধারকদের পরামর্শে এক্সিম ব্যাংকের পরিচালকরা পদ্মা ব্যাংক অধিগ্রহণের সিদ্ধান্ত নিলেও বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন এক্সিমের সাধারণ বিনিয়োগকারীরা। আজ লেনদেনে বড় দরপতন হয় এক্সিম ব্যাংকের শেয়ারে। শেয়ারটির দর কমে আজ ফেসভ্যালুর নিচে নেমে যায়।

সোমবার (১৮ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী,এক্সিম ব্যাংকের শেয়ারের বড় দর পতন হয়েছে। শেয়ার মূল্য ৩০ পয়সা কমে ফেসভ্যালু ১০ টাকার নিচে নেমে গেছে। এদিন সকালে লেনদেন শুরুর সময় এক্সিম ব্যাংকের শেয়ারের দর ছিল ১০ টাকা। গত সপ্তাহের শেষ দিন ১০ পয়সা বেড়ে এ অবস্থানে এসেছিল ব্যাংকটির শেয়ার মূল্য। আজ দুপুর দেড়টায় শেয়ার বাজারের লেনদেন শেষ হয়েছে। এসময় এক্সিম ব্যাংকের শেয়ার দর ৩০ পয়সা কমে ৯ টাকা ৭০ পয়সায় অবস্থান করছে।

এর আগে লেনদেনের শুরুতে একীভূতকরণ সংক্রান্ত মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করে এক্সিম ব্যাংক। এর ফলে একীভূত হওয়ার খবর পুঁজিবাজারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানতে পারেন সাধারণ বিনিয়োগকারীরা। আজ লেনদেন শুরু হওয়ার পর নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন এক্সিম ব্যাংকের সাধারণ বিনিয়োগকারীরা।

বিশ্লেষকরা বলছেন, সামনের দিনগুলোতে ব্যাংকটির শেয়ার মূল্য আরও কমতে পারে। বিনিয়োগকারীদের প্রতিক্রিয়া কেবল শেয়ার মূল্যের হ্রাসবৃদ্ধি দেখে পুরোপুরি বলা যাবে না। অপেক্ষা করতে হবে এজিএম পর্যন্ত। তবে, সাধারণভাবে পদ্মা ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার বিষয়টি ভালোভাবে নেওয়ার যৌক্তিক কারণ নেই বিনিয়োগকারীদের কাছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ