1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : muzahid : muzahid
  4. [email protected] : nayan : nayan
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন

ব্লকে ৩৬ কোম্পানির ২০ কোটি টাকার লেনদেন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২০ বার দেখা হয়েছে
block-market-1

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ২০ কোটি ৪৮ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এমারেল্ড অয়েল, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং আমান কটন ফাইবার্স লিমিটেড। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৫৯ লাখ টাকারও বেশি।

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে এমারেল্ড অয়েলের ৮ কোটি ০৯ লাখ ৫৯ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার টাকা এবং আমান কটন ফাইবার্স লিমিটেডের ১ কোটি ৫৪ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্ল রিসোর্টের ১ কোটি ৩৩ লাখ ৯৮ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ১ কোটি ২৩ লাখ ৮৪ হাজার টাকা, বিকন ফার্মার ৯৯ লাখ ৭০ হাজার টাকা, শামপুর সুগার মিলসের ৬৮ লাখ ৮৩ হাজার টাকা, বেক্সিমকোর ৫২ লাখ ৩৭ হাজার টাকা, কেএন্ডকিউয়ের ৪০ লাখ ৬৩ হাজার টাকা এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২১ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ