1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : sharekhabor.com : sharekhabor.com
  3. [email protected] : muzahid : muzahid
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ১১:৩৯ পূর্বাহ্ন

২ কোম্পা‌নির আইপিও বা‌তিল ক‌রে‌ছে – বিএসই‌সি

  • আপডেট সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ১৮২ বার দেখা হয়েছে
BSEC-LOGO

পুঁজিবাজারে প্রাথ‌মিক গণ প্রস্তা‌বের (আইপিও) আ‌বেদন করা দুই কোম্পা‌নির আইপিও বা‌তিল ক‌রে‌ছে বাংলা‌দেশ সি‌কিউ‌রি‌টিজ অ্যান্ড এক্স‌চেঞ্জ ক‌মিশন (বিএসই‌সি)। কোম্পা‌নি দু‌টি হ‌লো: বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল এবং এসএফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ। বিএসই‌সি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়,দুটি কোম্পানির আর্থিক প্রতিবেদন অসংগতি পাওয়া গেছে। ফলে কমিশন আইপিও বাতিল করেছে।সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশন (বিএসইসি) এ সংক্রান্ত একটি চিঠি কোম্পানি ও ইস্যু ম্যানেজারকে পাঠিয়েছে। কোম্পানি দুটি আর্থিক প্রতিবেদনে অসংগতি পেয়েছে কমিশন।আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে তারা কোম্পানির সম্পদ এবং আয় অতিরিক্ত দেখিয়েছে।

প্রাপ্ত তথ্য ও সূত্র মতে,বেকা গার্মেন্টেস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড পুঁজিবাজার থেকে ৩৫ কোটি টাকা সংগ্রহ করতে চেয়েছিলো। এর মাধ্যমে তারা কোম্পানির ব্যবসা আরও সম্প্রসারণ করার কথা ছিলো। কোম্পারিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে শাহজালাল ইক্যুইটি ম্যানজেমেন্ট এবং বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস লিমিটেড।

অন্যদিকে এসএফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানজেমেন্ট এবং সন্ধানী লাইফ ফিন্যান্স লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ