1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : muzahid : muzahid
  4. [email protected] : nayan : nayan
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩:৪৩ অপরাহ্ন

কমলো এলপি গ্যাসের দাম

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১৪ বার দেখা হয়েছে

কমানো হলো এলপি গ্যাসের দাম। ভোক্তাপর্যায়ে ৪৯ টাকা কমিয়ে ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) এ দাম নির্ধারণ করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এদিন সন্ধ্যা থেকে কার্যকর হবে নতুন এই দাম।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ঘোষণায় জানানো হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির মূসকসহ মূল্য প্রতি কেজি ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৩ টাকা ৯২ পয়সা।

এর আগে এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করা হয়।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন জানান, সৌদি আরামকোর সিপি মূল্য কিছুটা কমায় নতুন এই দর সমন্বয় করা হয়েছে।

এপ্রিলে এলপিজির মূল কাঁচামাল প্রোপেন ও বিউটেনের গড় মূল্য কিছুটা কমায় নতুন দর সমন্বয় করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ