1. [email protected] : বাংলারকন্ঠ : শেয়ারখবর
  2. [email protected] : sharekhabor.com : sharekhabor.com
  3. [email protected] : muzahid : muzahid
  4. [email protected] : nayan : nayan
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৪ পূর্বাহ্ন

টপটেন লুজারের শীর্ষে মেট্রো স্পিনিং

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৪৭১ বার দেখা হয়েছে
metro-spening-

গত সপ্তাহে পুঁজিবাজারের টপটেন লুজারের শীর্ষ স্থানটি দখল করেছে মেট্রো স্পিনিং। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়ে দাম কমেছে। এতে প্রতিষ্ঠানটির শেয়ারের দামে পতন হয়েছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটির লেনদেন হয়েছে মাত্র চার কোটি ১১ লাখ ১৩ হাজার টাকা। প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৮২ লাখ ২২ হাজার টাকা।

অপরদিকে শেয়ারের দাম কমেছে ৮ দশমিক ৫১ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৮০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ৮ টাকা ৬০ পয়সা, যা আগের সপ্তাহ শেষে ছিল ৯ টাকা ৪০ পয়সা।

কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-মার্চ সময়ের ব্যবসায় শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২০ পয়সা। আগর বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ৯ পয়সা।

মেট্রো স্পিনিংয়ের পরই গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় অর্থাৎ লুজারের শীর্ষে ছিল সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে মিউচ্যুয়াল ফান্ডটির দাম কমেছে ৮ শতাংশ। এর পরেই রয়েছে হা-ওয়েল টেক্সটাইল। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৫ দশমিক শূন্য ৬ শতাংশ।

এছাড়া গত সপ্তাহে টপটেন লুজারের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৪ দশমিক ৫৫ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্সের ৪ দশমিক ২২ শতাংশ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৩ দশমিক ৬৬ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩ দশমিক ৬০ শতাংশ, কে অ্যান্ড কিউ’র ৩ দশমিক ৩৯ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৩ দশমিক ৩৩ শতাংশ এবং গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রোর ২ দশমিক ৮১ শতাংশ দাম কমেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ