1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : muzahid : muzahid
  4. [email protected] : nayan : nayan
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৪:০৩ অপরাহ্ন

ব্যাংক খাতে ৪০ শতাংশ আয় বেড়েছে

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৩৮০ বার দেখা হয়েছে
istockphoto-640267784-612x612-1-600x337

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংক রয়েছে। ব্যাংকগুলো ৩০জুন ২০২০ (২০২০ সালের জানুয়ারি থেকে জুন) সমাপ্ত ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ব্যাংকগুলোর মধ্যে ৪০ শতাংশের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) আগের বছর থেকে বেড়েছে।

জানা গেছে, ব্যাংকগুলোর মধ্যে ১২টির বা ৪০ শতাংশের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে, ১৭টির বা ৫৭ শতাংশের ইপিএস কমেছে আর ১টির বা ৩ শতাংশের শেয়ারপ্রতি লোকসান আগের বছর একই সময় থেকে বেড়েছে।

ব্যাংকগুলোর মধ্যে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) সবচেয়ে বেশি অর্থাৎ ৫৩ শতাংশ কমেছে ব্র্যাক ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ শতাংশ প্রাইম  ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৪২ শতাংশ করে ইপিএস কমেছে সিটি ও আইএফআইসি ব্যাংকের। আর ইপিএস সবচেয়ে কম অর্থাৎ ০.৫১ শতাংশ কমেছে ইস্টার্ণ ব্যাংকের।

শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) সবচেয়ে বেশি অর্থাৎ ১২৪ শতাংশ বেড়েছে ওয়ান ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৭৮ শতাংশ এক্সিম ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৬৫ শতাংশ ইপিএস বেড়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংকের। আর ইপিএস সবচেয়ে কম অর্থাৎ ১৩ শতাংশ বেড়েছে ডাচ-বাংলা ব্যাংকের।

অর্থছরের ৬ মাসে একটির অর্থাৎ আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে।  ব্যাংকটির লোকসান আগের বছর একই সময় থেকে ১০ শতাংশ বেড়েছে।

নাম‘জানুয়ারি-জুন’ ২০২০ সালের ইপিএস‘জানুয়ারি-জুন’২০১৯ সালের ইপিএসব্যবধান
   বেড়েছে
ওয়ান ব্যাংক১.০৩ টাকা০.৪৬ টাকা১২৪%
এক্সিম ব্যাংক১.০০ টাকা০.৫৬ টাকা৭৮%
আল আরাফাহ০.৮৪ টাকা০.৫১ টাকা৬৫%
রূপালী  ব্যাংক০.৩৭ টাকা০.২৫ টাকা৪৮%
ব্যাংক এশিয়া১.৩৭ টাকা১.০৬ টাকা২৯%
স্যোসাল ইসলামী০.৫০ টাকা০.৩৯ টাকা২৮%
এবি ব্যাংক০.১৯ টাকা০.১৫ টাকা২৭%
যমুনা ব্যাংক২.০৭ টাকা১.৬৮ টাকা২৩%
মিউচুয়াল ট্রাস্ট১.৫৫ টাকা১.২৮ টাকা২১%
ট্রাস্ট ব্যাংক২.১০ টাকা১.৭৭ টাকা১৯%
ঢাকা ব্যাংক০.৮৮ টাকা০.৭৬ টাকা১৬%
ডাচ-বাংলা ব্যাংক৪.৩৩ টাকা৩.৮৩ টাকা১৩%
    
   কমেছে
ব্র্যাক ব্যাংক০.৯৫ টাকা২.০২ টাকা৫৩%
প্রাইম ব্যাংক০.৪৮ টাকা০.৯০ টাকা৪৭%
সিটি ব্যাংক১.০৫ টাকা১.৮২ টাকা৪২%
আইএফআইসি০.৫৯ টাকা১.০১ টাকা৪২%
মার্কেন্টাইল ব্যাংক১.০৭ টাকা১.৭৯ টাকা৪০%
পূবালী  ব্যাংক১.৪৪ টটাকা২.১৬ টাকা৩৩%
স্ট্যান্ডার্ড  ব্যাংক০.০৬ টাকা০.০৯ টাকা৩৩%
সাউথইস্ট ব্যাংক১.৬৩ টাকা২.২৫ টাকা২৭%
প্রিমিয়ার ব্যাংক১.০১ টাকা১.৩৪ টাকা২৫%
ইউসিবি০.৭৬ টাকা১.০১ টাকা২৫%
উত্তরা ব্যাংক১.৬২ টাকা২.০৩ টাকা২০%
ইসলামী ব্যাংক১.৯৪ টাকা২.০৫ টাকা৬%
এনসিসি১.১৯ টাকা১.২৫ টাকা৫%
ফার্স্ট সিকিউরিটি০.৯০ টাকা০.৯৫ টাকা৫%
ন্যাশনাল ব্যাংক০.৩৬ টাকা০.৩৮ টাকা৫%
শাহজালাল ব্যাংক১.১০ টাকা১.১৩ টাকা৩%
ইস্টার্ণ  ব্যাংক১.৯৪ টাকা১.৯৫ টাকা০.৫১%
    
   লোকসান
আইসিবি ইসলামী(০.৩২) টাকা(০.২৯) টাকা১০%  বেড়েছে

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ