1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : muzahid : muzahid
  4. [email protected] : nayan : nayan
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন

ক্যাপিটাল গেইন ট্যাক্সের বিষয়ে আসতে পারে ইতিবাচক সিদ্ধান্ত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ২৩ বার দেখা হয়েছে

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজারে ক্যাপিটাল গেইনের ওপর ট্যাক্স আরোপের প্রস্তাব করা হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

রোববার (০৯ জুন) এনবিআর চেয়ারম্যানের অফিসে বিষয়টি নিয়ে প্রায় দেড় ঘন্টা আলোচনা হয়। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করে বলেছে, শেয়ারবাজারে ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স আরোপের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে।

সূত্র জানায়, দুই সংস্থা প্রধান শেয়ারবাজারের বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। যার মধ্যে ছিল ক্যাপিটাল গেইন ট্যাক্স, কর্পোরেট ট্যাক্সহার, অ-তালিকাভুক্ত কোম্পানি এবং তালিকাভুক্ত কেম্পানির করহার ব্যবধান ইত্যাদি।

সূত্রটি জানায়, কী ধরনের কর সুবিধা পেলে শেয়ারবাজারে আরো ভালো কোম্পানি আসবে সেই বিষয়েও আলোচনা হয়েছে। একটি গতিশীল শেয়ারবাজার গঠনের জন্য এনবিআর চেয়ারম্যান সম্ভাব্য সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ