1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৫:২৮ অপরাহ্ন

আইসিবির অর্থ প্রাপ্তির খবরে চাঙ্গা শেয়ারবাজার

  • আপডেট সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
share top

অব্যাহত পতন ঠেকাতে রাষ্ট্রীয় মালিকাধীন বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) সভরেন গ্যারান্টির বিপরীতে ৩ হাজার কোটি টাকা ঋণ প্রাপ্তির খবরে চাঙ্গা শেয়ারবাজার।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর আইসিবিকে সভরেন গ্যারান্টির বিপরীতে ৩ হাজার কোটি টাকা ঋণ প্রদানের অনুমোদন দিয়েছে। আইসিবির এই অর্থ প্রাপ্তির খবরের পর পড়তে থাকা শেয়ারবাজার উপরের দিকে উঠতে থাকে।

বুধবার (২৭ নভেম্বর) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। লেনদেন শুরুর মাত্র ২৭ মিনিটের মাথায় সূচক পতনে চলে যায়। এরপর সকাল ১০টা ৪০ মিনিটের দিকে আইসিবির অর্থ প্রাপ্তির খবর ছড়িয়ে পড়লে বাজার উপরের দিকে উঠতে থাকে। এরপর সূচক আর কখনো নিচের দিকে নামেনি। এভাবে চলতে থাকে লেনদেন। শেষ পর্যন্ত সূচকের চাঙ্গা অবস্থায় দিনের লেনদেনের সমাপ্তি ঘটে।

জানা যায়, গত ৫ নভেম্বর ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ৩ হাজার কোটি টাকা প্রদানে সভরেন গ্যারান্টির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের একান্ত সচিব বরাবর চিঠির অনুলিপি পাঠানো হয়েছিল।

এরপর গত ১৭ অক্টোবর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও আইসিবির সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় আইসিবিকে বাংলাদেশ ব্যাংক হতে ৩ হাজার কোটি টাকা ঋণ মঞ্জুরে রাষ্ট্রীয় গ্যারান্টি প্রদানের বিষয়ে অর্থ বিভাগের সম্মতি অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়। সেই সুপারিশের আলোকেই কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠানটিকে ৩ হাজার কোটি টাকা ঋণ প্রদানের অনুমোদন দিয়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, শেয়ারবাজারের অব্যাহত পতনকে ঠেকাতে আইসিবির ঋণ প্রাপ্তির খবর নিশ্চিন্তে ইতিবাচক। এই মুহুর্তে এধরণের খবর বিনিয়োগকারীদের মনকে চাঙ্গা করে তুলেছে। আইসিবি এই ঋণের অর্থ যথাযথভাবে কাজে লাগতে পারলে বাজার আরো উপরের দিকে উঠতে থাকবে। আর বিনিয়োগকারীরা স্বস্তির সাথে বিনিয়োগে ফিরতে পারবে।

বুধবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৭.৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৭ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে‘ডিএসইএস’ ১৮.০৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৩.১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১৭ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৪৫১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৫৯ কোটি ৭৭ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ৯৩ কোটি ৩৯ লাখ টাকার বা ২৫ শতাংশ।স্টক ব্রোকারেজ

ডিএসইতে লেনদেন আজ হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩২৯টির বা ৮৩.২৯ শতাংশের, কমেছে ৩৭টির বা ৯.৩৭ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ২৯টির বা ৭.৩৪ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৩ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৫২টির এবং পরিবর্তন হয়নি ১৮টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৭ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৪ হাজার ৪৬৯ পয়েন্টে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ