1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন

প্রকৌশল খাতের ৬ কোম্পানিকে কিনতে হবে ৭০ কোটি টাকার শেয়ার

  • আপডেট সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
dse-cse-1

আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যে তালিকাভুক্ত ৪২ কোম্পানিকে পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার ধারণ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ২৯ জুলাই নিয়ন্ত্রক সংস্থাটি এ বিষয়ে কড়া নির্দেশনা দিয়ে কোম্পানিগুলোর কাছে চিঠি প্রেরণ করে। চিঠি ইস্যুর ১৫ দিনের মধ্যে শেয়ার কেনার ঘোষণা দেয়ার বাধ্যবাধকতাও জুড়ে দেয় প্রতিষ্ঠানটি।

পরিশোধিত মূলধনের সম্মিলিত শেয়ার ৩০ শতাংশ ধারণ না করার ৪২টি কোম্পানির মধ্যে প্রকৌশল খাতের রয়েছে ৬টি কোম্পানি। কোম্পানিগুলো হল-আফতাব অটোমোবাইল, এ্যাপেলো ইস্পাত, বিডি থাই এ্যালুমিনিয়াম, কেএন্ডকিউ, অলিম্পিক এক্সেসরিজ ও সুহ্নদ ইন্ডাষ্টিজ লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে সম্মিলিত শেয়ার সবচেয়ে কম রয়েছে সুহ্নদ ইন্ডাষ্টিজের। কোম্পানিটির শেয়ার রয়েছে মাত্র ১২.০১ শতাংশ। এরপর রয়েছে এ্যাপেলো ইস্পাতের ২০.২৪ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ২০.৬৮ শতাংশ, কেএন্ডকিউর ২৭.৩২ শতাংশ, বিডি থাই এ্যালুমিনিয়ামের ২৮.৩৮ শতাংশ এবং আফতাব অটোমোবাইলের ২৮.৪২ শতাংশ।

এতে দেখা যায়, ৩০ শতাংশ ধারণ করতে হলে সুহ্নদ ইন্ডাষ্টিজকে কিনতে হবে ১৯.৯৯ শতাংশ শেয়ার বা ১ কোটি ১৪ লাখ ৬৭ হাজার ৮১৪টি শেয়ার। যার বাজার মূল্য প্রায় ২৬ কোটি টাকা। এ্যাপেলো ইস্পাতকে কিনতে হবে ৯.৭৬ শতাংশ শেয়ার বা ৩ কোটি ৯১ লাখ ৬৭ হাজার ৭২০টি শেয়ার। যার বাজার মূল্য প্রায় ২১ কোটি টাকা। অলিম্পিক এক্সেসরিজকে কিনতে হবে ৯.৩২ শতাংশ শেয়ার বা ১ কোটি ৫৭ লাখ ৯৯ হাজার ৯১৫টি শেয়ার। যার বাজার মূল্য ১৩ কোটি টাকার বেশি। আফতাব অটোমোবাইলকে কিনতে হবে ১.৫৮ শতাংশ শেয়ার বা ১৫ লাখ ১২ হাজার ৫৭৩টি শেয়ার। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা। বিডি থাই এ্যালুমিনিয়ামকে কিনতে হবে ১.৬২ শতাংশ শেয়ার বা ২০ লাখ ৯ হাজার ৬৬৯টি শেয়ার। যার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। কেএন্ডকিউকে কিনতে হবে ২.৬৮ শতাংশ শেয়ার বা ১ লাখ ৩১ হাজার ৩৮৮টি শেয়ার। যার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।

সম্মিলিত শেয়ার ৩০ শতাংশ ধারণ করার জন্য প্রকৌশল খাতের এই ৬ কোম্পানিকে যে পরিমাণ শেয়ার কিনতে হবে, তার বাজার মূল্য ৭০ কোটি টাকারও বেশি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সম্মিলিত শেয়ার ৩০ শতাংশ ধারণ করার আদেশ জারির আগে কোম্পানিগুলোর শেয়ার ফ্লোর প্রাইসে প্রতিদিনই ক্রেতাশুন্য ছিল। তবে ৩০ শতাংশ শেয়ার ধারণ করার খবরে কোম্পানিগুলোর শেয়ার দরে উল্লম্ফন দেখা দেয় এবং লেনদেনেও গতি আসে। সর্বশেষ শেয়ার দর অনুযায়ী, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে এ্যাপোলো ইস্পাতের। এ্যাপোলো ইস্পাতের দর বেড়েছে ৪৭.১৭ শতাংশ। এরপর দর বেড়েছে বিডি থাই এ্যালুমিনিয়ামের ২৮.৫৭ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ১৯.০৫ শতাংশ, আফতাব অটোমোবাইলের ১৮.৯০ শতাংশ এবং সুহ্নদ ইন্ডাষ্টিজের ৭.৬৬ শতাংশ।

কোম্পানিগুলোর মধ্যে সুহ্নদ ইন্ডাষ্ট্রিজ ও আফতাব অটোমোবাইল ‘এ’ গ্রুপের শেয়ার, কেএন্ডকিউ ‘বি’ গ্রুপের এবং এ্যাপেলো ইস্পাত, বিডি থাই এ্যালুমিনিয়াম ও অলিম্পিক এক্সেসরিজ ‘জেড’ গ্রুপের শেয়ার।

গতবছর সুহ্নদ ইন্ডাষ্টিজ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিয়েছে ১০ শতাংশ ক্যাশ, আফতাব অটোমোবাইল ১০ শতাংশ ক্যাশ এবং কেএন্ডকিউ সাড়ে ৭ শতাংশ ক্যাশ। আর এ্যাপেলো ইস্পাত, বিডি থাই এ্যালুমিনিয়াম ও অলিম্পিক এক্সেসরিজ কোন লভ্যাংশ দেয়নি।

সদ্য সমাপ্ত হিসাববছরের প্রথম নয় মাসে কোম্পানিগুলোর মধ্যে সুহ্নদ ইন্ডাষ্ট্রিজ মুনাফা করেছে শেয়ারপ্রতি ১ টাকা ৮৯ পয়সা, আফতাব অটোমোবাইল ৫৮ পয়সা, কেএন্ডকিউ ৫৮ পয়সা এবং বিডি থাই এ্যালুমিনিয়াম ১৬ পয়সা। অন্যদিকে, এ্যাপেলো ইস্পাত লোকসান করেছে শেয়ারপ্রতি ১৮ পয়সা এবং অলিম্পিক এক্সেসরিজ লোকসান করেছে শেয়ারপ্রতি ৪৩ পয়সা।

প্রকৌশল খাতের ৬ কোম্পানিকে কিনতে হবে ৭০ কোটি টাকার শেয়ারপ্রকৌশল খাতের ৬ কোম্পানিকে কিনতে হবে ৭০ কোটি টাকার শেয়ারসর্বশেষ শেয়ার দর অনুযায়ী কোম্পানি ৬টির মূল্য আয় অনুপাত (পিই রেশিও) হল-সুহ্নদ ইন্ডাষ্টিজ ৯.১৩, আফতাব অটোমোবাইল ৩৭.৩৭, বিডি থাই এ্যালুমিনিয়াম ৬৩.৮০ এবং কেএন্ডকিউ ২৭৮। লোকসানের কারণে এ্যাপেলো ইস্পাত ও অলিম্পিক এক্সেসরিজের পিই রেশিও নেগেটিভ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ