1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : muzahid : muzahid
  4. [email protected] : nayan : nayan
বুধবার, ১৯ জুন ২০২৪, ০১:২৭ অপরাহ্ন

প্রায় ২ বছর পর ডিএসইএক্সের পয়েন্ট রেকর্ড

  • আপডেট সময় : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৫৯৪ বার দেখা হয়েছে
A-DSE-1-5-600x337

রবিবারের মতো সোমবারও (১১ জানুয়ারি) উত্থানে শেষ শেয়ারবাজার লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ মাস পর ৫ হাজার ৭০০ পয়েন্ট অতিক্রম কমেছে।

জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৪.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭১৮.৭৫ পয়েন্টে। ডিএসইর এই সূচকটি ১ বছর ১০ মাস ১ দিন বা ২২ মাস বা ৪০৫ কার্যদিবস পর ৫ হাজার ৭০০ পয়েন্ট অতিক্রম করেছে। এর আগে ২০১৯ সালের ০ মার্চ সূচকটি ৫ হাজার ৭১০ পয়েন্টে অবস্থান করছিল। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৩.৪৯ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৫৬.৭৭ পয়েন্ট এবং সিডিএসইটি সূচক ১৮.৩৮ বেড়ে দাড়িয়েছে যথাক্রমে ১২৯৭.৪১ পয়েন্টে, ২১২৩.৯৬ পয়েন্টে এবং ১২১২.৮৭ পয়েন্টে।

আজ ডিএসইতে ১ হাজার ৬৭৫ কোটি ৬১ লাখ টাকা লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৬৯ কোটি ৯৩ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫০৫ কোটি ৬৮ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৮টির বা ৩৫.৫৫ শতাংশের, শেয়ার দর কমেছে ১৮০টির বা ৫০ শতাংশের এবং ৫২টির বা ১৪.৪৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৭৭.২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৬৫.৩৮ পয়েন্টে। সিএসইতে আজ ২৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০৮টির দর বেড়েছে, কমেছে ১৪৭টির আর ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ