1. [email protected] : বাংলারকন্ঠ : শেয়ারখবর
  2. [email protected] : sharekhabor.com : sharekhabor.com
  3. [email protected] : muzahid : muzahid
  4. [email protected] : nayan : nayan
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৩ পূর্বাহ্ন

সার্ভার সমস্যায় ডিএসইর কাছে ক্ষতিপূরণ চেয়েছে বিনিয়োগকারী

  • আপডেট সময় : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৩৯১ বার দেখা হয়েছে
dse (1)

সার্ভারে সমস্যার কারণে শেয়ার বিক্রি করতে না পারায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালকের কাছে ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছেন এক বিনিয়োগকারী।

রোববার ডা. মহসিন খান নামের এক বিনিয়োগকারী এ আবেদন করেন।

ডা. মহসিন তার আবেদনে উল্লেখ করেন, আমি একজন ক্ষুদ্র বিনিয়োগকারী। ১০ জানুয়ারি সার্ভার সমস্যার কারণে আমি শেয়ার বিক্রি করতে পারি নি । আমি শেলটেক ব্রোকারেজ এ ট্রেড করি। আমার বিও আইডি-১২০২৫৫০০৬৩০৬৩৯২৭ এবং বিও আইডি-১২০২৫৫০০৬৩০৬৩৯৪৩, এ হাউজ ছাড়াও অন্য হাইজে শেয়ার বিক্রি করতে গেলে তারা বলে সার্ভারে সমস্যা। এই কারণে আমার হাউজের অনেক বিনিয়োগকারী ক্ষতির সম্মুখীন হয়েছেন। এই সর্ভার আরও আগে থেকে সমস্যা করছিলো। যেমন হাসান সিকিউরিটিজ লিমিটেড ও প্রাইম ব্যাংক সিকিউরিটিজ। দুপুর দেড়টার পর থেকে আমরা শেয়ার বিক্রি করতে পারিনি।

আমি আমার শেয়ার বিক্রি করতে না পেরে যে ক্ষতির সম্মুখীন হয়েছি ডিএসই বরাবর এর ক্ষতিপূরণ চাই। এমনকি আমরা এই সার্ভারে ট্রেড করতে চাই না।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ