1. [email protected] : বাংলারকন্ঠ : শেয়ারখবর
  2. [email protected] : sharekhabor.com : sharekhabor.com
  3. [email protected] : muzahid : muzahid
  4. [email protected] : nayan : nayan
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৭ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত জি এম কাদের

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ৪১৮ বার দেখা হয়েছে
Jm-Kader

করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের এম‌পি। বর্তমা‌নে তি‌নি চি‌কিৎস‌কের পরামর্শ রাজধানীর উত্তরা বাসায় চি‌কিৎসা নি‌চ্ছেন। ত‌বে তার কুশকু‌শে কা‌শি ছাড়া অন‌্যকো‌নো উপসর্গ নেই। তি‌নি স্বাভা‌বিক ও সুস্থ‌ র‌য়ে‌ছেন।

জি এম কা‌দেরের একান্ত স‌চিব ও জাতীয় পার্টির যুগ্ম কোষাধ্যক্ষ আবু তৈয়ব আজ (১৪ জানুয়ারি) সকা‌লে বিষয়টি নিশ্চিত করেছে।

আবু তৈয়ব জানান, মঙ্গলবার জি এম কাদেরের কভিড টেস্টে করোনা পজিটিভ শনাক্ত হয়। তবে কুশকু‌শে কা‌শি ছাড়া উনার শারীরিক অবস্থা একেবা‌রেই স্বাভা‌বিক আছে। যে‌হেতু উপসর্গ ‌নেই, তাই তার প‌জি‌টিভ হওয়ার বিষয়‌টি আরও নি‌শ্চিত হওয়ার জন‌্য আবারও আজ‌কে পরীক্ষা করানো হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বাসায়ই চিকিৎসা নিচ্ছেন ব‌লেও জানান তিনি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ