দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে গত সপ্তাহে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষে ছিল সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচ্যুয়াল ফান্ড। বিনিয়োগকারীরা মিউচ্যুয়াল ফান্ডটির শেয়ার কিনতে অনাগ্রহী হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে।
সপ্তাহজুড়ে সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচ্যুয়াল ফান্ডের দাম কমেছে ১৭ দশমিক ২৩ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি ইউনিটের দাম কমেছে ৪ টাকা ৬০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে মিউচ্যুয়াল ফান্ডটির দাম দাঁড়িয়েছে ২২ টাকা ১০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ২৬ টাকা ৭০ পয়সা।
এদিকে, বিনিয়োগকারীরা মিউচ্যুয়াল ফান্ডটির ইউনিট কিনতে আগ্রহী না হওয়ায় গত সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ১৩ কোটি ৬১ লাখ ৯২ হাজার টাকা। প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ২ কোটি ৭২ লাখ ৩৮ হাজার টাকা।
সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচ্যুয়াল ফান্ডের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় রয়েছে রবি। সপ্তাহজুড়ে এই প্রতিষ্ঠানটির শেয়ার দাম কমেছে ১৩ দশমিক ৯৪ শতাংশ। ১২ দশমিক ৭৭ শতাংশ দাম কামার মাধ্যমে পরের অবস্থানে রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স।
এছাড়া, গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকা:- সোনালী আঁশের ১২ দশমিক ৪৪ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ১২ দশমিক ৩৭ শতাংশ, নিউ লাইন ক্লোথিংয়ের ১২ দশমিক ৩২ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ১২ দশমিক ২৪ শতাংশ, ইনটেক লিমিটেডের ১১ দশমিক ৮০ শতংশ, ইনট্রেকো রিফুয়েলিং স্টেশনের ১১ দশমিক ৫২ শতাংশ এবং সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১ এর ১১ দশমিক ৫০ শতাংশ দাম কমেছে।