1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : muzahid : muzahid
  4. [email protected] : nayan : nayan
রবিবার, ২৬ মে ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ন

বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ৭ কোম্পানির শেয়ার

  • আপডেট সময় : সোমবার, ৩১ মে, ২০২১
  • ১৯৪ বার দেখা হয়েছে
day

আজ সোমবার দেশের প্রধান পুঁজিবাজর ঢাকা ষ্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে বেক্সিমকো, কনফিডেন্স সিমেন্ট, লার্ফাজহোলসিম সিমেন্ট, ডাচ বাংলা ব্যাংক, ইফাদ অটোস, মার্কেন্টাইল ব্যাংক, নর্দান ইন্সুরেন্স, ল্ংকাবাংলা ফাইন্যান্স, পাইওনিয়ার ইন্সুরেন্স ও গ্রীণ ডেল্টা ইন্সুরেন্স।

কোম্পানিগুলোর মধ্যে চলতি বছরের মধ্যে প্রথমবারের মতো লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে কনফিডেন্স সিমেন্ট। কোম্পানিটির আয়ে বড় উল্লম্ফন থাকার এর শেয়ার দর ও লেনদেন আজ বড় উল্লম্ফন হয়েছে। কোম্পানিটি আজ কেবল লেনদেন তালিকায়ই নয়, দর বৃদ্ধির তালিকায়ও শীর্ষ স্থান দখল করেছে।

আজ উভয় পুঁজিবাজারে পতন হয়েছে। পতনের বাজারেও শীর্ষ ১০ কোম্পানির মধ্যে সাত কোম্পানির শেয়ার দরে ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা। কোম্পানিগুলো হলো-কনফিডেন্স সিমেন্ট, লার্ফাজহোলসিম সিমেন্ট, ডাচ বাংলা ব্যাংক, ইফাদ অটোস, মার্কেন্টাইল ব্যাংক, নর্দান ইন্সুরেন্স ও গ্রীণ ডেল্টা ইন্সুরেন্স।

এরমধ্যে কনফিডেন্স সিমেন্ট ও ডাচ বাংলা ব্যাংক সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে। যা দিনের শেষ পর্যন্ত বিক্রেতা সংকটে থেকেছে। কোম্পানি দুটির শেয়ার কিনতে শেষ পর্যন্ত মরিয়া ছিল বিনিয়োগকারীরা। কিন্তু চাহিদা মোতাবেক কিনতে পারেনি।

কনফিডেন্স সিমেন্ট: ডিএসইতে আজ কনফিডেন্স সিমেন্টের ৫৬ লাখ ২৯ হাজার ২৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ৭৬ কোটি ৩২ লাখ টাকা। আজ কোম্পানিটির শেয়ার গতকালের চেয়ে ৯.৯৮ শতাংশ বেড়ে সর্বশেষ ১৩৮ টাকা ৯০ পয়সায় ক্লোজিং হয়েছে। গতকাল এর ক্লোজিং দর ছিলো ১২৬ টাকা ৩০ পয়সা।

লার্ফাজ হোলসিম: লার্ফাজ হোলসিমের আজ ১ কোটি ৯ লাখ ২০ হাজার ৬৯৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ৬৬ কোটি ৪২ লাখ টাকা। কোম্পানিটি ডিএসই লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে ছিল। কোম্পানিটির শেয়ার দর গতকালের চেয়ে ৫.৪২ শতাংশ বেড়ে সর্বশেষ ৬২ টাকা ২০ পয়সায় উঠেছে। গতকাল এর ক্লোজিং দর ছিলো ৫৯ টাকা।

ডাচ বাংলা ব্যাংক: ডিএসই লেনদেন তালিকায় ডাচ বাংলা ব্যাংক আজ চতুর্থ স্থানে ছিল। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৫ লাখ ৯৩ হাজার ৩টি। যার বাজার মূল্য ছিল ৫০ কোটি ২৩ লাখ টাকা। আজ কোম্পানিটির শেয়ার গতকালের চেয়ে ৯.৯৬ শতাংশ বেড়ে সর্বশেষ ৭৬ টাকায় ২০ টাকায় লেনদেন হয়েছে। আগের দুদিনও এর শেয়ার দর হল্টেড ছিল।

ইফাদ অটোস: ইফাদ অটোসের শেয়ার লেনদেন হয়েছে ৭৪ লাখ ৯ হাজার ১১টি। যার বাজার মূল্য ছিল ৪১ কোটি ১৭ লাখ টাকা। এটি আজ ডিএসইতে লেনদেন তালিকায় ৫ম স্থানে ছিল। আজ কোম্পানিটির শেয়ার গতকালের চেয়ে ০.৫৪ শতাংশ বেড়ে ৫৫ টাকা ৬০ পয়সায় ক্লোজিং হয়েছে। গতকাল ইফাদ অটোস এর ক্লোজিং দর ছিলো ৫৫ টাকা ৩০ পয়সা।

মার্কেন্টাইল ব্যাংক: মার্কেন্টাইল ব্যাংকের আজ ২ কোটি ৪৫ লাখ ৩৯ হাজার ৭০২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৩৫ কোটি ৯৯ লাখ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার গতকালের চেয়ে ২.৭৮ শতাংশ বেড়ে ১৪ টাকা ৮০ পয়সায় উঠেছে। আগেরদিন ব্যাংকটির ক্লোজিং দর ছিলো ১৪ টাকা ৪০ পয়সা। এটি ডিএসই লেনদেন তালিকায় ৬ষ্ট স্থানে ছিল।

নর্দান ইন্সুরেন্স: নর্দান ইন্সুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ৪৬ লাখ ৪৪ হাজার ৬৫টি। যার বাজার মূল্য ছিল ৩০ কোটি ৬৯ লাখ টাকা। আজ কোম্পানিটির শেয়ার গতকালের চেয়ে ০.১৫ শতাংশ বেড়ে সর্বশেষ ৬৬ টাকা ৬০ পয়সায় ক্লোজিং হয়েছে। আগেরদিন কোম্পানিটির ক্লোজিং দর ছিলো ৬৬ টাকা ৫০ পয়সা। এটি ডিএসইর লেনদেন তালিকায় ৭ম স্থানে ছিল।

গ্রীণ ডেল্টা ইন্সুরেন্স: দশম স্থানে থাকা গ্রীণ ডেল্টা ইন্সুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ২৬ লাখ ৪০ হাজার ২৪৩টি। যার বাজার মূল্য ২৫ কোটি ১৯ লাখ টাকা। আজ কোম্পানিটির শেয়ার গতকালের চেয়ে ০.২১ শতাংশ বেড়ে সর্বশেষ ৯৪ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে। আগেরদিন এর ক্লোজিং দর ছিলো ৯৪ টাকা ৬০ পয়সা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ