1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৯ অপরাহ্ন

অস্বাভাবিক দর বৃদ্ধিতে চার কোম্পানিকে সতর্ক

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
Alert-

কোনো কারণ ছাড়াই পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সতর্কতা জারি করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিগুলো হলো : কপারটেক, এস আলম কোল্ড স্টি, লুব-রেফ এবং সাফকো স্পিনিং মিল লিমিটেড।

জানা গেছে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিগুলোকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে গত ১৪ জুন জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে

কপারটেকের শেয়ার দর গত ২৩ মে ছিল ১৯.৪০ টাকায়। আর ১৪ জুন কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৩৬ টাকায়। অর্থাৎ এই ১৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৬.৬০ টাকা বা ৮৬ শতাংশ বেড়েছে।

সাফকো স্পিনিংয়ের শেয়ার দর গত ২৪ মে ছিল ১১.৭০ টাকায়। আর ১৪ জুন কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৮.৯০ টাকায়। অর্থাৎ এই ১৪ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৭.২০ টাকা বা ৬১ শতাংশ বেড়েছে।

এস আলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ার দর গত ২ জুন ছিল ২২.৬০ টাকায়। আর ১৪ জুন কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৩৩.১০ টাকায়। অর্থাৎ এই ৮ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১০.৫০ টাকা বা ৪৬ শতাংশ বেড়েছে।

লুব-রেফের শেয়ার দর গত ১ জুন ছিল ৪১.৩০ টাকায়। আর ১৪ জুন কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৫৬.৫০ টাকায়। অর্থাৎ এই ৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৫.২০ টাকা বা ৩৭ শতাংশ বেড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ