1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : muzahid : muzahid
  4. [email protected] : nayan : nayan
বুধবার, ২৯ মে ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন

ঝুঁকিপূর্ণ অবস্থানে বস্ত্র খাতের ২৬ কোম্পানি

  • আপডেট সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ১৯৬ বার দেখা হয়েছে
share-32

বর্তমানে পুঁজিবাজরে তালিকাভুক্ত বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির রয়েছে। যার মধ্যে পিই রেশিও বিবেচনায় ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে ২৬টি কোম্পানি। ঝুঁকিপূর্ণ থাকায় কোম্পানিগুলোর শেয়ারে বিপরীতে বর্তমানে মার্জিন ঋণ থেকে বঞ্চিত হচ্ছেন বিনিয়োগকারীরা। সাধারণত পিই রেশিও ৪০-এর নিচে থাকা কোম্পানির শেয়ারে বিনিয়োগ উপযোগি বলে মনে করা হয়। সে কারণে পিই রেশিও ৪০-এর নিচে থাকা কোম্পানির শেয়ারে মার্জিন ঋণ দেওয়া হয়।

সাধারণত একটি কোম্পানির পিই রেশিও যত কম থাকে সেটি বিনিয়োগের জন্য তত ইতিবাচক ধরা হয়। আবার পিই রেশিও না থাকা কোম্পানির জন্য আরও বেশি ঝুঁকিপূর্ণ। পিই রেশিও তখনই থাকে না যখন কোম্পানিটির সর্বশেষ প্রান্তিকে লোকসানে থাকে। বিনিয়োগকারীদের উচিত বিনিয়োগের পূর্বে কোম্পানিটির পিই রেশিও দেখে বিনিয়োগ করা।

বস্ত্র খাতের যে সব শেয়ার ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে সেগুলোর মধ্যে:

আলহাজ টেক্সটাইল : পিই রেশিও ৮৫.৮৬ পয়েন্ট। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ৪৩.৮০ টাকা।

অলটেক্স ইন্ডাস্ট্রিজের পিই রেশিও নিগেটিভ। অর্থাৎ লোকসানের কারণে কোম্পানিটির কোনো পিই রেশিও নেই। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ১০.১০ টাকা।

আনলিমা ইয়ার্নের পিই রেশিও ১৩৩.৬৪ পয়েন্ট। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ৩৮.৯০ টাকা। ঢাকা ডাইং এর পিই রেশিও নিগেটিভ। অর্থাৎ কোম্পানিটির কোনো পিই রেশিও নেই। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ১৭.৫০ টাকা।

ডেল্টা স্পিনার্সের পিই রেশিও ৭০.৯১ পয়েন্ট। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ১০.৩০ টাকা।

দেশ গার্মেন্টসের লোকসানের কারণে পিই রেশিও নিগেটিভ। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ১৮০.৬০ টাকা।

দুলামিয়া কটনের পিই রেশিও নিগেটিভ। অর্থাৎ কোম্পানিটির কোনো পিই রেশিও নেই। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ৪৫ টাকা।

লোকসানের কারণে ইভিন্স টেক্সটাইলের পিই রেশিও নিগেটিভ। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ১০.৩০ টাকা।

লোকসানের কারণে ফ্যামিলিটেক্সের পিই রেশিও নিগেটিভ। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ৩.৫০ টাকা।

জনারেশন নেক্সট ফ্যাশনের পিই রেশিও নিগেটিভ। অর্থাৎ লোকসানের কারণে কোম্পানিটির কোনো পিই রেশিও নেই। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ৫.৪০ টাকা।

হামিদ ফেব্রিক্সের পিই রেশিও নিগেটিভ। অর্থাৎ লোকসানের কারণে কোম্পানিটির কোনো পিই রেশিও নেই। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ১৯ টাকা।

মোজাফফর হোসেন স্পিনিং মিলসের পিই রেশিও ১১৯.৩৮ পয়েন্ট। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ১৯.১০ টাকা।

মিথুন নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজের পিই রেশিও নিগেটিভ। অর্থাৎ লোকসানের কারণে কোম্পানিটির কোনো পিই রেশিও নেই। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ১০.৬০ টাকা।

মুন্নু ফেব্রিক্সের পিই রেশিও ৪৮০ পয়েন্ট। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ২৫.৬০ টাকা।

নূরানী ডাইং এর পিই রেশিও নিগেটিভ। অর্থাৎ লোকসানের কারণে কোম্পানিটির কোনো পিই রেশিও নেই। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ৮.৮০ টাকা।

প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলসের পিই রেশিও নিগেটিভ। অর্থাৎ লোকসানের কারণে কোম্পানিটির কোনো পিই রেশিও নেই। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ২২.৫০ টাকা।

রহিম টেক্সটাইল মিলসের পিই রেশিও ৯.৫৫ পয়েন্ট। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ২৩১ টাকা।

রিজেন্ট টেক্সটাইল মিলসের পিই রেশিও নিগেটিভ। অর্থাৎ লোকসানের কারণে কোম্পানিটির কোনো পিই রেশিও নেই। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ১০.৪০ টাকা।

আর এন স্পিনিং মিলসের পিই রেশিও নিগেটিভ। অর্থাৎ লোকসানের কারণে কোম্পানিটির কোনো পিই রেশিও নেই। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ৪.৯০ টাকা।

সাফকো স্পিনিং মিলসের পিই রেশিও নিগেটিভ। অর্থাৎ লোকসানের কারণে কোম্পানিটির কোনো পিই রেশিও নেই। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ২৯.৩০ টাকা।

শেফার্ড ইন্ডাস্ট্রিজ : পিই রেশিও নিগেটিভ। অর্থাৎ লোকসানের কারণে কোম্পানিটির কোনো পিই রেশিও নেই। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ১৪.৯০ টাকা।

সোনারগাঁও টেক্সটাইলসের পিই রেশিও নিগেটিভ। অর্থাৎ লোকসানের কারণে কোম্পানিটির কোনো পিই রেশিও নেই। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ২৪.৬০ টাকা।

স্টাইলক্রাফটের পিই রেশিও নিগেটিভ। অর্থাৎ লোকসানের কারণে কোম্পানিটির কোনো পিই রেশিও নেই। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ১৪৪.৯০ টাকা।

তাল্লু স্পিনিং এর পিই রেশিও নিগেটিভ। অর্থাৎ লোকসানের কারণে কোম্পানিটির কোনো পিই রেশিও নেই। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ৫.৯০ টাকা।

জাহিন স্পিনিংয়ের পিই রেশিও নিগেটিভ। অর্থাৎ কোম্পানিটির কোনো পিই রেশিও নেই। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ৮.৩০ টাকা।

জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের পিই রেশিও নিগেটিভ। অর্থাৎ লোকসানের কারণে কোম্পানিটির কোনো পিই রেশিও নেই। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ৭.৪০ টাকা।

৪০ পয়েন্টের নিচে পিই রেশিও থাকা কোম্পানিগুলোর মধ্যে-

আমান কটনের পিই রেশিও ৩১.৮৪। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ৪৬ টাকা।

আলিফ ইন্ডাস্ট্রিজের পিই রেশিও ২১.৪৭। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ৩৯.৫০ টাকা।

আলিফ ম্যানুফেকচারিং এর পিই রেশিও ২১.৩৫। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ১১.৪০ টাকা।

এপেক্স স্পিনিংয়ের পিই রেশিও ৩৬.৮৪। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ১২১.৫০ টাকা।

আরগন ডেনিমসের পিই রেশিও ১৬.৭৪। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ২৫.৮০ টাকা।

সি অ্যান্ড টেক্সটাইলসের পিই রেশিও ৫.৪২। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ৩.৭০ টাকা।

ড্রাগন সোয়েটারের পিই রেশিও ১৪.৭৬। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ১৯.১০ টাকা।

এনভয় টেক্সটাইলসের পিই রেশিও ৩৮.৪১ পয়েন্ট। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ৩১ টাকা।

এস্কয়ার নিট কম্পোজিটের পিই রেশিও ১৬.৫৬ পয়েন্ট। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ৪০.৪০ টাকা।

ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্টিজের পিই রেশিও ৩৩.৪১। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ১৪.৭০টাকা।

এইচআর টেক্সটাইলের পিই রেশিও ১৯.২০। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ৪৭.১০ টাকা।

হা-ওয়েল টেক্সটাইলসের পিই রেশিও ১৬.৩৪। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ৪১.৭০ টাকা। :

কাট্টলী টেক্সটাইলের পিই রেশিও ২৭.৫৮। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ৩৩.১০ টাকা।

ম্যাকসন স্পিনিং মিলসের পিই রেশিও ১৩.১১। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ২০.১০ টাকা।

মালেক স্পিনিং মিলসের পিই রেশিও ১৩.১৪। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ৩৪.৭০ টাকা।

মতিন স্পিনিং মিলসের পিই রেশিও ৮.৯। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ৪৭.৮০ টাকা।

মেট্রো স্পিনিংয়ের পিই রেশিও ২২.৭৪। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ১৮.৮০ টাকা।

এমএল ডাইং এর পিই রেশিও ২৯.৩৪। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ৩০.৯০ টাকা।

নিউ লাইন ক্লোথিংসের পিই রেশিও ১৬.২৫। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ২৮.৬০ টাকা।

প্যাসিফিক ডেনিমসের পিই রেশিও ২৩.৫৭। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ১৩.২০ টাকা।

প্যারামাউন্ট টেক্সটাইলের পিই রেশিও ১২.৪৬। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ৫৬.৫০ টাকা।

কুইন সাউথ টেক্সটাইল মিলসের পিই রেশিও ২৭.০৫। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ৩২.১০ টাকা।

রিং সাইন টেক্সটাইলসের পিই রেশিও ৩৫.১৭। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ১০.২০ টাকা।

সায়হাম কটন মিলসের পিই রেশিও ১৯.২৭। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ১৮.৫০ টাকা।

সায়হাম টেক্সটাইল মিলসের পিই রেশিও ২৭.১৯। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ২৩.২০ টাকা।

শাশা ডেনিমসের পিই রেশিও ৩০.৩৬। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ২৫.৫০ টাকা।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের পিই রেশিও ১৭.৫৭। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ১৭.৮০ টাকা।

স্কয়ার টেক্সটাইলের পিই রেশিও ১৯.৪৪। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ৪৭.৭০ টাকা।

তামিজ উদ্দিন টেক্সটাইল মিলসের পিই রেশিও ২৩.৪২। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ৩০.৬০ টাকা।

তসরিফা ইন্ডাস্ট্রিজের পিই রেশিও ৩৭.৯৭। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ১৮.২০ টাকা।

তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং এর পিই রেশিও ৫.৪১। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ৪.৪০ টাকা।

ভিএফএস থ্রেড ডাইং এর পিই রেশিও ১৫.৭৭। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ মূল্য ২৬.৭০ টাকা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ