1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : muzahid : muzahid
  4. [email protected] : nayan : nayan
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩২ পূর্বাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

  • আপডেট সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮০ বার দেখা হয়েছে
share top

বিদায়ী সপ্তাহে (২৯ আগস্ট-২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫২৬ কোটি ৭২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ৪ কোটি ৮১ লাখ ৪৫ হাজার ৮০৪টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.৮৯ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাফার্জ হোলসিম। কোম্পানিটির ৩ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৫৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৯৮ কোটি ২১ লাখ ৭৮ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটির ৮১ লাখ ১৩ হাজার ৬৭৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৩ কোটি ৪০ লাখ ৭৫ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১৬২ কোটি ৯৩ লাখ ৬ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ১৫৬ কোটি ২২ লাখ ৪৭ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ১৪৯ কোটি ৭ লাখ ৯১ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ১৪১ কোটি ৯৯ লাখ ৮ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ১২২ কোটি ৩৫ লাখ ৬৮ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ১১৬ কোটি ১১ লাখ ৬ হাজার টাকার এবং আইএফআইসি ব্যাংকের ১০০ কোটি ২৯ লাখ ১৯ হাজার টাকার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ