1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : sharekhabor.com : sharekhabor.com
  3. [email protected] : muzahid : muzahid
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ১২:১১ অপরাহ্ন

বুস্টার ডোজে ফাইজারের বদলে মডার্নার টিকা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ৩৩৮ বার দেখা হয়েছে
vaccen

করোনাভাইরাস প্রতিরোধে বুস্টার ডোজ হিসেবে এখন থেকে ফাইজারের বদলে মডার্নার টিকা দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এএইচ) অধ্যাপক ডা. শামসুল হকের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ টিকা কার্যক্রমে দেশের সব পর্যায়ে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের পরিবর্তে মডার্নার টিকা দেওয়ার নির্দেশনা দেওয়া হলো। তবে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা (১২-১৭ বছর বয়সী) প্রথম ও দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজারের টিকা পাবে।

এছাড়া যারা প্রথম ডোজ হিসেবে ফাইজারের টিকা নিয়েছেন, তাদের জন্য দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়ার নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।

সরকারিভাবে রাজধানীসহ সারাদেশে নিয়মিত টিকাদানের পাশাপাশি প্রথম ও দ্বিতীয় ডোজের টিকাগ্রহণকারীদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৮৬০ জনকে বুস্টার ডোজের টিকা দেওয়া হয়। তাদের মধ্যে পুরুষ ১১ হাজার ৭৫৬ জন ও নারী ৩৪ হাজার ৮৬০ জন।

বুধবার (১২ জানুয়ারি) পর্যন্ত সারাদেশে মোট পাঁচ লাখ ৪০ হাজার ৫২৬ জনকে বুস্টার ডোজের টিকা দেওয়া হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ