1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : muzahid : muzahid
  4. [email protected] : nayan : nayan
সোমবার, ১৫ জুলাই ২০২৪, ১১:০১ অপরাহ্ন

প্রথম প্রান্তিকে ইপিএস বেড়েছে রূপালী ব্যাংকের

  • আপডেট সময় : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৩৮১ বার দেখা হয়েছে
rupali-bank-limited

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি রূপালী ব্যাংক লিমিটেড প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আর এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪ পয়সা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ পয়সা, গত বছরের একই সময় যা ছিল ১৭ পয়সা। ৩১ মার্চ, ২০২২ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯ টাকা ১৫ পয়সা। আর এ প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৩ টাকা ৮৮ পয়সা, আগের বছর একই সময় ছিল ১ টাকা ১৮ পয়সা (ঘাটতি)।

ব্যাংক খাতের এ কোম্পানিটি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ৭০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৪৫৫ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৬৯০ কোটি ৮৭ লাখ টাকা। রূপালী ব্যাংকের মোট ৪৫ কোটি ৫৫ লাখ ৮৫ হাজার ৪৯৫ শেয়ার রয়েছে। ডিএসই থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে সরকারি ৯০ দশমিক ১৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে চার দশমিক ৫১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে পাঁচ দশমিক ৩০ শতাংশ শেয়ার।

ব্যাংক খাতের কোম্পানিটি ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১০ পয়সা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ