1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : muzahid : muzahid
  4. [email protected] : nayan : nayan
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন

তিন কার্যদিবসে বেক্সিমকোর ২১০ কোটি টাকার শেয়ার লেনদেন

  • আপডেট সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৯৩ বার দেখা হয়েছে
beximco-big

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের তিন কার্যদিবসে ২ হাজার ৮৩৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৯ দশমিক ৮২ শতাংশ বা ৮৪৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন ছিল দশ কোম্পানির দখলে। এ দশ কোম্পানির মধ্যে ২১০ কোটি টাকার বেশি লেনদেন নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

তথ্য অনুসারে, গত সপ্তাহের তিন কার্যদিবসে বেক্সিমকোর ১ কোটি ৭৬ লাখ ৫৩ হাজার ৬৭১টি শেয়ার হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ২১০ কোটি ১২ লাখ ৬৪ হাজার টাকা, যা এক্সচেঞ্জটির মোট লেনদেনের ৭ দশমিক ৪০ শতাংশ। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩ দশমিক শূন্য ৭ শতাংশ। লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৮৬ কোটি ৬১ লাখ ২৬ হাজার টাকার ২ কোটি ৩৬ লাখ ৬৬ হাজার ১৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। সাপ্তাহিক মোট লেনদেনের ৩ দশমিক শূন্য ৫ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। তবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪ দশমিক ৯৭ শতাংশ।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো যথাক্রমে: আইপিডিসি ফাইন্যান্স, ফরচুন সুজ, লাফার্জহোলসিম বাংলাদেশ, বাংলাদেশ শিপিং করপোরেশন, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, কপারটেক ইন্ডাস্ট্রিজ ও কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ