1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

গুজবের বিষয়ে বিএসইসির সতর্কতা

  • আপডেট সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪

পুঁজিবাজারে ফ্লোর প্রাইস ও জেড ক্যাটাগরির বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু ভিত্তিহীন গুজবের বিষয়ে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন করে ফ্লোর প্রাইস ও জেড ক্যাটাগরির বিষয়ে বিএসইসি জানিয়েছে, এ রকম কোনো সিদ্ধান্ত নেয়ার বিষয়ে এ মুহূর্তে কমিশনের বিবেচনায় নেই। এ রকম গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সবাই অনুরোধ করা যাচ্ছে।

উল্লেখ্য, ৪ মার্চ নতুন করে ছয় কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে। এরপর গুজব ওঠে আরো বেশকিছু কোম্পানি জেড ক্যাটাগরিতে যাচ্ছে এবং যেসব কোম্পানির শেয়ারে এখনো ফ্লোর প্রাইস বহাল রয়েছে, সেগুলোর ফ্লোর প্রাইস উঠে যাচ্ছে। এর প্রভাব পড়ছে পুঁজিবাজারে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। এ পরিপ্রেক্ষিতে বিএসইসি তার অবস্থান স্পষ্ট করল। —বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ